—————স্মরণঃ অমর পাল—————–
বাবলু ভট্টাচার্য: ঢাকা, বাংলার সঙ্গীতজগতের অন্যতম কিংবদন্তি, লোকসঙ্গীতের অন্যতম প্রতিষ্ঠান অমর পাল। শিল্পী অমর পালের জন্ম ১৯২২ সালের ১৯ মে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। পিতার নাম মহেশ চন্দ্র পাল এবং মা দুর্গাসুন্দরী পাল। ১০ বছর বয়েসে পিতাকে হারিয়ে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়েও গান পাগল অমর পাল মা দুর্গাসুন্দরী দেবীর কাছেই লোকসংগীতের শিক্ষা শুরু করে দেন। পাশাপাশি উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন শ্রদ্ধেয় ওস্তাদ আলাউদ্দীন খাঁ সাহেবের ছোট ভাই জনাব আয়েৎ আলী খাঁ সাহেবের কাছে। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৯৪৮ সালে আকাশবাণীর গীতিকার শচীন্দ্র নাথ ভট্টাচার্যের সাথে কলকাতায় আসেন। কলকাতায় আসার পর বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের নিকট লোকসংগীতের শিক্ষা পুনরায় শুরু করেন তিনি। ১৯৫১ সালে আকশবাণী কলকাতা কেন্দ্রের লোকসংগীত শিল্পী হিসেবে প্রথম লোকসংগীত পরিবেশন করা। ধীরে ধীরে তিনি আকাশবাণীর গ্রেডের শিল্পীর সম্মান লাভ করেন। তাঁর কণ্ঠে অনেক গানের রেকর্ড প্রকাশিত হওয়ার পাশাপাশি তিনি বহু চলচ্চিত্রে কণ্ঠ দান করেছেন। তিনি দেবকীকুমার বসু, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ পরিচালকের ছবিতে গান গেয়েছেন। ‘হীরক রাজার দেশে’ ছবির ‘আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ আজ ইতিহাস। সংগীত নাটক অকাদেমি, লালন পুরস্কার-সহ একাধিক সম্মানে সম্মানিত অমর পাল প্রয়াত হলেন ৯৭ বছর বয়সে। বাংলা লোকসংগীতকে এতদিন সমৃদ্ধ করে আমাদের তাঁর কাছে ঋণী করে গেলেন।
অমর পাল ২০১৯ সালের আজকের দিনে (২০ এপ্রিল) কলকাতায় মৃত্যুবরণ করেন।
Be First to Comment