পারিজাত মোল্লা, মঙ্গলকোট, ২৩ মে ২০২৩। রাজনৈতিক হানাহানির একদা পরিচিত নাম মঙ্গলকোট।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে টানা দু বছর সময়কালে এলাকার সামগ্রিক ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে গতি এনেছেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি। থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠ কে আধুনিক ক্রীড়াক্ষেত্র হিসাবে রুপান্তরিত করার বড় ভূমিকা নিয়েছেন এই পুলিশ অফিসার। চারদিকে সীমানা প্রাচীর, সুলভ শৌচাগার, পানীয়জল, রাতে আলোর ব্যবস্থা পর্যন্ত করাতে মেঠোমাঠ হয়ে উঠেছে মিনি স্টেডিয়াম। এলাকার খুদেদের বিনোদনে বিভিন্ন খেলার উপাদান রয়েছে এখানে। গত ১৯মে শুক্রবার সকালে পশ্চিম মঙ্গলকোটে গনপুর হাইস্কুলের মাঠে গিয়ে ৫৪ জন আদিবাসী ফুটবলারদের (২০জন মেয়ে ও ৩৪ জন ছেলে সমেত) এবং এদিন অর্থাৎ শনিবার নুতনহাটের লালডাঙ্গা ক্রীড়াঙ্গনের ৬ জন আদিবাসী ফুটবলারদের প্রত্যেককে দু সেট গেঞ্জি ও দু সেট প্যান্ট এবং ফুটবল প্রদান করলেন আইসি পিন্টু মুখার্জি । তিনি জানান -” বিভিন্ন সামাজিক কাজকর্ম এর সাথে পুলিশের নিবিড় সম্পর্ক থাকে,সেটাই পালন করছি মাত্র”। এলাকাবাসীরা জানাচ্ছেন – ‘ মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ( তাও বিদেশি ফুটবলার সহ), থেকে ক্রিকেট – ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এই লালডাঙ্গা মাঠে ‘।
লালডাঙ্গা মাঠ কে আধুনিক ক্রীড়াক্ষেত্র হিসাবে রূপান্তরিত করার বড় ভূমিকা নিয়েছেন পিন্টু মুখার্জী….।

More from SportMore posts in Sport »
- TECNO’s #SignalJeetKa Campaign Hits the Pitch with Kolkata Knight Riders…
- Kolkata Challenge returns for its second edition, tournament to get underway from March13….
- মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মার টিম ইন্ডিয়া ব্রিগেড….।
- নব যুব সম্মিলনীর মোহনবাগানের আই এস এল লীগ শিল্ড জয় উদযাপন করলো…।
- বিশ্ব ক্যারাটে জাজ পরীক্ষায় উত্তীর্ণ কলকাতার ক্যারাটে মাস্টার অয়ন….।
- মোহনবাগান সুপার জায়ান্ট ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দিল…।
Be First to Comment