গোপাল দেবনাথ: কলকাতা, ২০মে, সাগরে জোয়ার। নদীতে কোটাল। উম-পুন এর কারণে সুন্দরবনের নদী বাঁধে ফাটলের প্রবল আশঙ্কা।সাগরে জোয়ার, কোটালে জল বাড়ছে নদীতে, উপড়ে পড়ল গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সুন্দরবনের নদীবাঁধে ফাটলের আশঙ্কা জেলা প্রশাসনের।দিঘায় গার্ড ওয়াল টপকে জলোচ্ছাস। বকখালি তে ও প্রচন্ড জলোচ্ছাস। হিঙ্গলগঞ্জ এ ঝড়ের তাণ্ডপ শুরু হয়েছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সাগরে জোয়ার, চলছে কোটালও।সুন্দরবনের নদীবাঁধে ফাটলের আশঙ্কা জেলা প্রশাসনের। সমুদ্রে জলোচ্ছাস ১৫ফুট হতে পারে। কাকদ্বীপেও ঝড়ের তাণ্ডপ। কলকাতায় ঝড়ের গতি হতে পারে ৭০ কিমি।কলকাতায় বহু জায়গায় গাছ ভেঙে রাস্তায় পড়ে গেছে। ল্যাম্প পোস্ট, ইলেকট্রিক পোস্ট, ট্রাফিক সিগনালের পোস্ট ও ক্ষতি হয়েছে। কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তর সকাল থেকেই তৎপর সাইক্লোন মোকাবিলায়।রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সমস্ত রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন।
Be First to Comment