Press "Enter" to skip to content

লক্ষ লক্ষ তীর্থ যাত্রীদের জন্য প্রস্তুত “গঙ্গা সাগর”

Spread the love

অভিজিৎ ভট্টাচার্য/ গোপাল দেবনাথ : কথায় আছে “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার” আগেকার দিনের কথা আজকের দিনে প্রযোজ্য নয়। আগে পূর্নাথীদের অতি কষ্ট সহ্য করে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দর্শন করতে যেতে হতো। আগে পূর্নাথীদের থাকবার মতো যথেষ্ট জায়গা ছিলনা। যাতায়াতের জন্য যথেষ্ট সংখক যানবাহন ছিলনা। এখন পরিস্থিতির অনেক বদল হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের গঙ্গাসাগরের মকর সংক্রান্তির প্রস্তুতির হাল হকিতক দেখানোর জন্য নিয়ে গিয়ে ছিল। যে সব নতুনত্ব এবার দেখা গেল তা হল, গঙ্গা সাগর যাত্রা র সব বাসে জি.পি.এস ও স্পিড কন্ট্রোলার লাগানো হয়েছে। আগের বছরের থেকে ১৫টি বেশী এম্বুলেন্স থাকবে। এছাড়া ও নতুন বাথরুম বানানো হয়েছে ৩০০০ টি। এন জি ও ভলেনটিয়ার মিলিয়ে থাকছে প্রায় ৫০০০জন। প্রশাসনের আশা এবার দুর্ঘটনার ঘটনা থাকবে না বললেই চলে। বাস চলবে ৫০০০টি ও লঞ্চ চলাচল করবে প্রায় ১০০০টি। এই বছর প্রশাসনের আশা দর্শনার্থী ও পূর্নার্থী মিলিয়ে প্রায় ১৫ লাখের কাছাকাছি মানুষের সমাগম হবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.