অশোক ব্যানার্জী-
লকডাউনে জামাই বন্দী ঘরে
পারছে নাতো শ্বশুর বাড়ী যেতে।
জামাই ষষ্ঠী হবে কেমন করে ?
কেমন করে খাবে সে পাত পেতে !
শ্বশুর মশাই এর তাইতো মজা ভারী
পয়সা টাকা বাঁচবে কিছু এবার,
হিসেব করছে লাভ লোকসান তার ই
ভাবছে বুঝি এবার পেল পার!
হঠাৎ এলো মেয়ের টেলিফোন,
বললো, বাবা, বলছি শুনে নাও,
মনটা খারাপ করোনা এখন,
অনলাইনে অর্ডার দিয়ে
সব পাঠিয়ে দাও।
উপহার আর নানান খাবার
যেসব তোমার ইচ্ছে
অনলাইনে এই পাঠিয়ে দাওনা, কেইবা বাঁধা দিচ্ছে !
Be First to Comment