Press "Enter" to skip to content

রবীন্দ্র সদনে নবনীতা দেব সেনের স্মরণসভা

Spread the love

গোপাল দেবনাথ – সদ্য প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেনের পরিবার ও দে’জ পাবলিশিং এর যৌথ উদ্যোগে আগামী ২০শে নভেম্বর বিকেল ৫টায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ঐ দিন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ উপিস্থিত থাকবেন তারা গান,পাঠ ও স্মৃতি চারণার মধ্য দিয়ে প্রয়াত বিশিস্ট লেখিকা নবনীতা দেব সেন কে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। এই স্মরণ সভায় উপস্থিত থাকবেন শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, অপর্ণা সেন, মোহন সিং, পবিত্র সরকার, স্বাতী গঙ্গোপাধ্যায়, জ্যোতির্ময় দত্ত, প্রণব কুমার মুখোপাধ্যায়, জয় গোস্বামী, শাওলী মিত্র, শ্রীকান্ত আচার্য, মৌসুমী ভৌমিক, ঋত চেতা গোস্বামী, ঋদ্ধি বন্দোপাধ্যায়, সুচরিতা বিশ্বাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রী, শ্রীজাত সহ প্রমুখ লেখক শিল্পী বৃন্দ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.