Press "Enter" to skip to content

যুবভারতী ক্রীড়াঙ্গনে সুনীলের বিদায়ী ম্যাচে গোল থেকে বঞ্চিত দুই দল হতাশ দার্শকগণ…..।

Spread the love

শিখা দেব : কলকাতা, ৬ জুন, ২০২৪। শহর কলকাতা বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মিশে গিয়েছিল সুনীল ছেত্রীর শ্লোগানে। সুনীলের বিদায়ী ম্যাচে ফুটবলপ্রেমীদের এমন উন্মাদনা এক নতুন অধ্যায় রচনা করল। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় এদিন ভারত মুখোমুখি হয়েছিল কুয়েতের সঙ্গে। অবশ্যই মর্যাদার লড়াই ছিল দুই দলের কাছে। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হওয়ায় ভারতের কাছে কঠিন হয়ে গেল পরবর্তী রাউন্ডে খেলায়। ভারতকে পরের ম্যাচ খেলতে হবে কাতারের সঙ্গে।
খেলা শুরু হওয়ার আগে থেকে গ্যালারি ভর্তি হয়ে গিয়ে ছিল। সকলের প্রিয় ফুটবলার সুনীলের জয়গানে মুখর ছিল পুরো স্টেডিয়াম। সুনীলের নামে বড় বড় ফেস্টুন শোভা পেয়েছে । সুনীলের মুখোশ পরে দর্শকরা হাজির হয়েছিলেন। পুষ্প বৃষ্টিতে সুনীলকে বরণ করে নেওয়া হয়। সকল অতিথিদের সঙ্গে পরিচিত হন। মাঠে এসেছিলেন সুনীলের বাবা, মা, স্ত্রী সহ আপনজনরা। ছিলেন প্রাক্তন ফুটবলার ও কর্মকর্তা সহ মন্ত্রী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল ছেত্রীকে। সুনীল দেশের হয়ে খেলবে না এটা ভেবেই ফুটবল প্রেমী দর্শকরা অত্যন্ত হতাশ।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.