গোপাল দেবনাথ – সিডিতে ভর্তি যন্ত্রসঙ্গীত! আজকের দিনে এরকম কি কখনও ভাবা সম্ভব। এক সময় যন্ত্র সঙ্গীতের রেকর্ড ক্যাসেট প্রচুর পরিমানে বিক্রি হতো।আজকের দিনে গানের সিডি বিক্রি হয়না বলাটাই বোধ হয় ঠিক। তবে,এবার সময় এসেছে সেরকম ভাবার। কারণ এবার ভাষার দাপটকে দূরে ঠেলে শুধুমাত্র যন্ত্রসঙ্গীতের মাধ্যমে দর্শকের কাছে পৌছাতে চাইছে ‘অদ্ভুতম’। ‘অদ্ভুতম’ নিয়ে এলো শুধুমাত্র যন্ত্রসঙ্গীতের সিডি ‘স্পিরিট অফ ফিউসন’।আজ বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে মুক্তি পেল ‘অদ্ভুতম’-এর নতুন সিডি ‘স্পিরিট অফ ফিউসন’|
‘অদ্ভুতম’ পথ চলা শুরু করে ২০১৬ সাল থেকে।|বাংলা ব্যান্ডের তালিকা বড়ো তবে, বাংলা ব্যান্ডের তালিকায় ঠিক কতগুলো ইন্সট্রুমেন্টালব্যান্ড আছে তা বেশ খুঁজে পাওয়া দায়। ৯ টি গানের সম্ভারে তৈরী হয়েছে ‘অদ্ভুতম’ –এর নতুন সিডি ‘স্পিরিট অফ ফিউসন’। যন্ত্রসঙ্গীতে শুধু রাগ-রাগিনিতেই সীমাবদ্ধ নেই। ভারতীয় সনাতনী স্তোত্র থেকে আইগিরি নন্দিনী নানান ফিউসন পাওয়া যাবে ‘ অদ্ভুতম’ –এর গানে।‘অদ্ভুতম’ ব্যান্ডের সদস্যদের মধ্যে অন্যতম হলেন সোমক সিনহা গিটারিস্ট,সুমন মিত্র ব্যাসিস্ট ,সপ্তর্ষি শিত ড্রামার,মৈনাক বিশ্বাস ব্যান্ড ম্যানেজার। আজকের এই অডিও সিডি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী দেবাশীষ মল্লিক চৌধুরী, সমাজসেবী সুব্রত রায়, পন্ডিত প্রদ্যুৎ মুখার্জী, রেশমি ভট্টাচার্য,চিত্র পরিচালক অনিন্দ্য সরকার, শতাব্দী চক্রবর্তী, শিল্পী দাস, অক্ষিতা সিং সহ অন্যান্য বিশিস্ট ব্যক্তিবর্গ। এই গানের সিডি নিয়ে খুব ই আশাবাদী ‘অদ্ভুতম’ এর সদস্যরা।
Be First to Comment