Press "Enter" to skip to content

যথাসময়েই হবে ঐতিহ্যবাহী ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল…..

Spread the love

মধুমিতা শাস্ত্রী: ২৬ মে, ২০২০। করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। মার্কিন যুক্তরাষ্ট্রের ও ব্রিটেনের পরই ইতালির স্থান। এই প্রতিবেদন লেখার দিন পর্যন্ত সে দেশে মৃতের সংখ্যা ৩২,৭৩৫।

এই আবহেও আগামী সেপ্টেম্বর মাসে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করলেন গভর্নর লুকা জাইয়া।
গত রবিবার এই ঘোষণা করে লুকা বলেন, করোনা ভাইরাসের আগ্রাসন কিছুটা স্তিমিত হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের সবথেকে পুরনো এই চলচিত্র উৎসব এবছর ৭৭-এ পা দিল। গত জানুয়ারি মাসেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, এবছর উৎসবের সভাপতিত্ব করবেন অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেট।

লুকা বলেন, করোনার আক্রমণ প্রতিহত করতে বিশ্বের সমস্ত দেশে লকডাউন হওয়ার ফলে এবছর সিনেমার সংখ্যা কমতে পারে।

উল্লেখ্য, লুকা জাইয়া আয়োজনকারী সংস্থা ‘বিয়েনেল দ্য ভেনেসিয়া’-র বোর্ড মেম্বার।
করোনার থাবায় এবছরই মে মাসে স্থগিত হয়ে গিয়েছে বিশ্বের সব থেকে বড় চলচিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল ‘।

উল্লেখ্য, আগামী ৩ জুন থেকে ইতালি পর্যটকদের সে দেশে ঢোকার উপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে। যদিও তা শুধু ইউরোপের অন্য দেশগুলিতে বসবাসকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এই ভেনিস আন্তর্জাতিক চলচিত্র উৎসবই বিশ্বের আঙিনায় তুলে ধরেছিল সত্যজিৎ রায়কে। তাঁর ‘অপরাজিত’ সিনেমাটি জিতে নিয়েছিল ‘সোনার সিংহ ‘।

এছাড়া নাসিরুদ্দিন শাহ, বুদ্ধদেব দাশগুপ্তরাও ভারতের মুখ উজ্জ্বল করেছেন এই উৎসবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.