যত বার:-
শতরূপা সান্যাল : গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক।
যত বার তুমি মুছে দিতে চাও
তত বার ফুটে উঠি
যত বার কেড়ে নাও সঞ্চয়
ফের ভরে ওঠে মুঠি।
যত বার তুমি মেরেছ আমায়
হাতে ভাতে কুৎসায়
তত বার বেঁচে উঠেছি আবার
সপ্রাণ দৃঢ়তায়।
যত বার তুমি ক্ষমতার দাপে
ঠেলেছ আমায় খাদে
তত বার সেই গল্পের শেষ
তোমারই আর্তনাদে।
তুমি ইতিহাস ভুলে যেতে পারো
আমি তা ভুলি কি করে?
লিখে রেখে যাই সে সব গাথাই
সাদা কালো অক্ষরে।
Be First to Comment