গোপাল দেবনাথ: কলকাতা,১৭ এপ্রিল ২০২০। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আজ মানুষ দিশেহারা। অতি সাধারণ গরিব দিনআনা দিন খাওয়া মানুষের খুবই দুরবস্থা চলছে। এই সব মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ঋষিকেশ পার্কের মিলন সমিতি।
গত বুধবার কয়েকশো মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পরে গতকাল ৩২৩ জন দুঃস্থ এবং পরিস্থিতির শিকার মানুষের মুখে অন্ন তুলে দিল এই প্রাচীন সংস্থা।
এই সংস্থার সম্পাদক উমাপতি দত্ত জানালেন তারা এই ধরনের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পেরে খুবই তৃপ্তি বোধ করছেন।
মিলন সমিতির সভ্য -সভ্যারা এই মহতী প্রচেষ্টায় প্রায় সকলেই সামিল হয়েছিলেন। এই কর্মকান্ড কে উৎসাহ দিতে হাজির হয়ে ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি সাধনা বোস। উমাপতি জানালেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ১০০০০/- টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
Be First to Comment