গোপাল দেবনাথ: ২৭মে, ২০২০। শেডস্ অফ কালারস্– একটি বাংলা ক্লাউড শর্ট ফিল্ম। এই ছবিতে দেখা যায়, লকডাউন পরিস্থিতিতে কিভাবে পারিবারিক সম্পর্কগুলো উন্নত হচ্ছে। দেখা যায় কিভাবে অপরিপূর্ণ সাদা-কালো জীবনের মধ্যে রঙ এসে লেগে যায় এই লকডাউনের শেষক্ষণে। বর্তমান পরিস্থিতি আমাদের কাছ থেকে বস্তুগতভাবে অনেক কিছু নিয়ে নিয়েছে তবে সম্পর্কের ক্ষেত্রে জীবনকে একটি নতুন মোর এনে দিয়েছে।
এই ছবিতেআমাদের দৈনন্দিন অস্তিত্বের লড়াইয়ের কারণে আমরা কীভাবে পারিবারিক মুহুর্তগুলিকে পর্যবেক্ষণ করতে পারি এবং কীভাবে অভিজ্ঞতা অর্জন করি তা প্রদর্শন করে। আমরা কিসের পেছনে ছুটছি? অর্থ নাকি সম্পদ নাকি জীবনের মুহুর্তগুলি যা ভবিষ্যতেও আমাদের প্রকৃতি বিশ্লেষণ করবে।
এই ছবিতে অভিনয় করেছেন- প্রদীপ ধর, স্বর্ণালী চ্যাটার্জি ধর এবং ভূমিশ ধর। পরিচালনাও করেছেন অতি পরিচিত অভিনেতা প্রদীপ ধর, সহ-গল্পকার তথা বলিউড প্রযোজক অয়নজিত সেন, সম্পাদক ও চিত্রনাট্য লেখক অভিনব হালদার এবং ধারণা লেখক সৌভিক বিশ্বাস। প্রযোজনা সংস্থা ‘লা পেলিকুলা মোশন পিকচারস’ এবং পরিবেশনায় ম্যাক ফিল্মস।
এই ছবিটি অবশ্যই সকল প্রকার সামাজিক দূরত্ব এবং লকডাউনের শর্ত ভঙ্গ না করেই করা হয়েছে।
এই ছবি প্রসঙ্গে ছবির প্রযোজক অয়নজিত সেন জানান, এই ছবিটি দেখার পর যদি কারো মুখে হাসি আসে তাহলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক বলে মনে করবো।
ইউটিউবের লিঙ্কটি হল- https://youtu.be/afaG_u_vq9g
Be First to Comment