নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ মার্চ, ২০২৪।দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান বা প্রি – ওয়েডিং অনুষ্ঠান তো এককথায়, “চাঁদের হাট” এবং তা সারা বিশ্বের মানুষ ইতিমধ্যে দেখেছেন। এই বিয়েতে বিপুল খরচ কেন তা নিয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও চলছে নানা চর্চা। এদিকে, এরই ফাঁকে ‘আম্বানি কেক’ কেটে বাংলার ট্রাডিশনাল নৃত্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাংলার দুই মডেল ও নৃত্য শিল্পী সন্নতি মিত্র ও হেমশ্রী ভদ্র। তাদের ইনস্টাগ্রাম এ ফলোয়ার্স সংখ্যা যথাক্রমে ১৩ লক্ষ এবং ৮ লক্ষ। সেখানে কেক কাটা ও নাচের ভিডিও পোস্ট করতেই ফের তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। এই ছবিতে দেখা গেল, আম্বানি পরিবারের ছবির সামনে একটি নীল রঙের কেক। বাংলার ঐতিহ্য আটপৌরে লাল পাড়ের শাড়িতে সেই কেক কেটে নৃত্য পরিবেশন করছেন দুই মডেল।
দুই মডেল কন্যা সাংবাদিকদের বলেন, অনন্ত আম্বানির বিয়েতে বাংলার এই নৃত্য পরিবেশন করতে ইচ্ছুক তাঁরা ।
অনন্ত আম্বানির প্রি – বিবাহ অনুষ্ঠানের এই ঘনঘটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। কিন্তু তারা মনে করেন বর্তমান সময় এতটাই দু:সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে এই অনুষ্ঠান মানুষকে অনেকটাই আনন্দ দিতে পেরেছে। তাই তাঁরাও কেক কেটে এই অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে। এরপর পরিবেশন করেন
‘সিলসিলা এ চাহাত কা.. গানের সঙ্গে নৃত্য।
নৃত্যের শেষে হেমশ্রী, সন্নতি ও তাঁর বন্ধুরা একসঙ্গে মিলে জয় আম্বানি, জয় জিও ধ্বনিতে মুখরিত হন ।
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে ইচ্ছুক বাংলার দুই তরুণী…।

More from EntertainmentMore posts in Entertainment »
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
- Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam….
- Catch a Wild Ride with Radio Ghaint – A Hilarious, Genre-Bending Comedy….
- রবীন্দ্রসদনে কবিপ্রণামে “শ্যামা “নৃত্যনাট্য….।
- বেঙ্গল বিজনেস এক্সেলেন্স এওয়ার্ডস ২০২৫…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ট্রাম্প ও তাঁর ‘নিজস্ব’ কাহিনি… ।
More from InternationalMore posts in International »
- কলকাতায় ডিসান হাসপাতাল ও ব্যাঙ্গালোরের BMI-র উদ্যোগে পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হলো ABA ভিত্তিক অটিজম থেরাপি…।
- পাঁচ রাজ্যের প্রতিযোগী শাহেনশা ই হিন্দুস্থানে….।
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
- রাজপুর সোনারপুর পুরসভার ১৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষে ২১ নম্বর ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা….।
- রক্তচাপ যখন বিপদের কারণ…।
- ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রীপদ্মনাভ গোস্বামীর সংগ্রহ দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ….।
Be First to Comment