সুজিৎ চট্টোপাধ্যায়:কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া জো নেহি খায়া ও ভি পস্তায়া। এই প্রবাদ বাক্যটি হিন্দি বলয় পেরিয়ে সারা ভারতে বহুল প্রচলিত।মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে ট্রেড মার্ক নিবেদিত ও সুশান্ত ধাওয়ান প্রযোজিত বিবাহ আনলিমিটেড ছবির পরিচালক মন্টু কর্মকার প্রকারান্তরে সেই কথাই বলেন। হাফ ডজন নতুন প্রজন্মের প্রেম নিয়ে একটি ঘরোয়া ছবি। মশলা মাখা মুখরোচক এক বাস্তব পরিস্থিতিকে চিত্রনাট্যের বুননে বুনেছেন বিশ্বনাথ হালদার। প্রধান চরিত্রলিপিতে আছেন অভিষেক চ্যাটার্জি, মেঘনা হালদার, সুজয় ঘোষ, স্মিতা, সোমা চক্রবর্তী, স্বান্তনা বসু, সুকান্ত, তাপস, রাজাসায়ন, সঞ্জীব, শান্তনু, জয় এবং দেবা বিশ্বাস। মানসিক চাপে থাকা জীবনে একটু স্বস্তি দিতে বিবাহ আনলিমিটেড ছবিটি হাসি হুল্লোড়,সংঘাতের আরকে ভেজানো এক মাইল স্টোন হয়ে উঠবে এমনই দাবি পরিচালকের ।
মিন্টু কর্মকারের ছবি বিবাহ আনলিমিটেড…..
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment