Press "Enter" to skip to content

মার্কিন মুলুকে করোনা ভাইরাসের প্রথম পরীক্ষামূলক’ ভ্যাকসিন নিলেন জেনিফার হেলার নামে এক সাহসী নারী!

Spread the love

বাবলু ভট্টাচার্য: ঢাকা, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়ে জনশূন্য হয়ে পড়েছে চীনের উহান শহর। একই অবস্থা ইতালির মতো দেশেরও। চলছে প্রতিষেধক আবিষ্কারে জোর প্রচেষ্টা। পৃথিবী জুড়ে সবাই যখন আতঙ্কিত তখন এক বিস্ময়কর নারী স্বেচ্ছায় পরীক্ষামূলক ভাবে নিজের শরীরে নিলেন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা। জেনিফার হেলার নামের ৪৩ বছর বয়সী এই নারী এটা সম্পূর্ণ বিপদমুক্ত নয় জেনেও স্বেচ্ছায় এই ভ্যাকসিন নিলেন। প্রথম তিনজন স্বেচ্ছাসেবীর মধ্যে তিনিই প্রথমে এই ভ্যাকসিন নেন। গতকাল সোমবার কাইজার পারমানেন্ট ওয়াশিংটন হেল্‌থ রিসার্চ ইনস্টিটিউট-এ তার উপর পরীক্ষামূলক এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। জানা গেছে, শারীরিক ভাবে সুস্থ স্বেচ্ছায় অংশগ্রহণকারী ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বিভিন্ন বয়সের মোট ৪৫ জনের উপর এই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। প্রায় ছ’সপ্তাহ ধরে চলবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ।এমন সাহসী ও মহৎ পদক্ষেপের পর জেনিফার বলেন, ‘আমরা সবাই অসহায়বোধ করছি। আর আমি মনে করি কারো জন্য কিছু করার জন্য এটা একটা অবিশ্বাস্য পদক্ষেপ’। ভ্যাকসিন নিজের শরীরে নেয়ার পর পরীক্ষাগার থেকে বের হয়ে জেনিফার বলেন, ‘এটা একটা অসাধারণ অনুভূতি’। মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘এমআরএনএ-১২৭৩’ নামের এই টিকার প্রয়োগ শুরু করেছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ (এনআইএইচ)-এর অধীন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)-র বিজ্ঞানীরা এবং তার সহযোগী বায়োটেকনোলজি সংস্থা মডার্না আইএনসি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.