স্টাফ রিপোর্টার : সুভাষগ্রাম, ১১ নভেম্বর, ২০২৩। শাক্ত মতে কালী বিশ্ব ব্রক্ষ্মান্ড সৃষ্টির আদিরূপ। তাই দেবী দুর্গার আরাধনার পর আমরা ব্রতী হই তারই আরেক শক্তিরূপ শ্যামা মায়ের। সুভাষগ্রাম শান্তি সংঘ (রেল মাঠ) বিগত দুই দশক ধরে সৃষ্টির আদিরূপ এর পুজো করে আসছে। দেখতে দেখতে ৪০ তম বর্ষে পদার্পণ করেছে সুভাষগ্রাম শান্তি সংঘ (রেল মাঠ) এর শ্যামা পূজা। সুভাষগ্রাম এলাকার সমাজ সংস্কার মূলক এবং ক্রীড়া প্রেমিক ক্লাবগুলির মধ্যে অন্যতম শান্তি সংঘ (রেল মাঠ)। নিজেদের ঐতিহ্যকে ধরে রেখে ৪০ তম বর্ষে রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে ২১ ফুটের শ্যামা মায়ের পুজোয় ব্রতী হয়েছে শান্তি সংঘ শ্যামা পুজা কমিটি। অন্যান্য বছরগুলির মতো এবারও ২১ ফুটের মনোময় শ্যামা মায়ের রূপ দেখতে দর্শনার্থীদের যেতেই হবে সুভাষগ্রাম রেল মাঠে শান্তি সংঘ ক্লাবের শ্যামা মন্ডপে এ কথা জানালেন আয়োজকরা। ১০ নভেম্বর শুক্রবার এই ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধন করেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী (লাভলী) মৈত্র এবং রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার সহ বিশিষ্টজন। শান্তি সংঘের পক্ষ থেকে জানান হয়েছে ৪০ তম বর্ষে তাদের ২১ ফুটের কালী মা আধুনিক আলোক সজ্জায় মায়াবি জগৎ তৈরি করেছে মন্ডপে, সেইসঙ্গে থিমের প্রতিমা সেরার সেরা হয়ে উঠেছে। সুভাষগ্রাম শান্তি সংঘ (রেল মাঠ) এবার শ্যামা মায়ের আরাধনায় থিম হিসাবে তুলে ধরেছে “প্রকৃতি সমৃদ্ধির দেবী” । তাই এই মনোরম থিম দেখতে দর্শনার্থীদের প্রতিটি শ্যামা পূজার মন্ডপের পাশাপাশি সুভাষগ্রাম শান্তি সংঘ (রেল মাঠ) এর মণ্ডপে আসতেই হবে বলে উপস্থিত সাংবাদিকদের জানালেন আয়োজকবৃন্দ। প্রতিবছর যেমন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারেও শ্যামা মায়ের অপরূপ মৃন্ময়ী রূপ দেখার পাশাপাশি ঐতিহ্য তুলে ধরা এই ক্লাবের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়জন করা হয়েছে পুজার দিন গুলিতে।
৪০ তম বর্ষে সুভাষগ্রাম শান্তি সংঘ রেল মাঠের ২১ ফুটের মন্ডপ দেখতে ধনতেরাসের শুভলগ্নে এই পুজোর উদ্বোধনে হাজির ছিলেন এলাকার মানুষ ও দর্শনার্থীরা । প্রকৃতি সমৃদ্ধির দেবী’র অপরূপ রূপ এবং সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অলোক সজ্জা শান্তি সংঘের মণ্ডপকে অন্য মাত্রা এনে দিয়েছে । ২১ নম্বর ওয়ার্ডে ২১ ফুটের কালীপ্রতিমা অন্যান্য বছরের মতো এবারেও দর্শণার্থীদের আকর্ষণের বিষয় হয়ে উঠেছে ।
মায়াবি আলোকসজ্জায় ২১ ফুটের শ্যামা মায়ের আরাধনায় শান্তি সংঘ….।

More from CultureMore posts in Culture »
- আদিত্য বিড়লা বাণীভারতী’র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’….
- SBIHM’s 24th Anniversary Gala* _A Dazzling Showcase of Educational Excellence and Artistic Brilliance in the Heart of Kolkata….
- নাবার্ডের উদ্যোগে নিউটাউনে আটদিন ব্যাপী হস্তশিল্প উৎসব….।
- ভারতের ভক্তি আন্দোলন ও হিন্দু – মুসলমান মিলনের অন্যতম পুরোধা ছিলেন ” সন্ত কবীর দাস”…..।
- অষ্টদশ শতক থেকে জগদ্ধাত্রী পুজো পরিচিতি লাভ করে…. ৷
- অ্যাডামাসের শীতকালীন ক্যাম্প : নতুন অভিজ্ঞতা লাভ পড়ুয়াদের….।
More from InternationalMore posts in International »
- মুখ গহ্বরের সুস্বাস্থ্যের লক্ষ্যে কলকাতায় আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়শন অফ কনসারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স-এর ৩৮তম জাতীয় সম্মেলন…..।
- আদিত্য বিড়লা বাণীভারতী’র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’….
- আইএফজিএল রিফ্র্যাক্টরিজ লিমিটেড ওডিশার কালুঙ্গায় একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্র উন্মোচন করলো….।
- পশ্চিম বঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষাকোষ ৩৪ তম উপবৃত্তি উপস্থাপনা অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের ক্ষমতায়ন করছে….।
- নাবার্ডের উদ্যোগে নিউটাউনে আটদিন ব্যাপী হস্তশিল্প উৎসব….।
- উত্তর কলকাতার দমদম পার্ক ক্রীড়াঙ্গনে দশ দিনব্যাপী দশম দমদম পার্ক প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলা শুরু হলো….।
Be First to Comment