Press "Enter" to skip to content

“মানাজেডিয়া- ২০২০” আয়োজনে আইলিড….

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ আইলিড আয়োজিত মানাজেডিয়া-২০২০ আজ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত্য।

আইলিড ক্যাম্পাসে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর জে জিমি টাংরি, সঞ্জয় জৈন, রাহুল আগরওয়াল, চালচিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জী এবং আইলিড প্রধান প্রদীপ চোপড়া। আমরা আমাদের কাজ করার, খাওয়ার, ভ্রমণ করার বা এমনকি বিনোদন দেওয়ার পদ্ধতি পরিবর্তন করছি।

নতুন ব্যবসায়িক ধারণা, উদীয়মান প্রযুক্তিগত সহায়তা, বিকশিত শিল্প ফর্ম এবং আধুনিক সৃজনশীল অভিব্যক্তি সহ ব্যবসায়, শিল্প ও প্রযুক্তি জগতের গেম পরিবর্তনকারীরা আমাদের কল্পনাতীত ভবিষ্যতের সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

আমরা কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে ৩৫ কলেজকে স্বাগত জানাই। এই ৩৫ টি কলেজ আজকে ও আগামী ৪দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বিগ বাস্কেটের মিঃ অভিনয় চৌধুরী, যিনি ভারতীয়দের মুদি শপিংয়ের পদ্ধতিটি বদলে দিয়েছেন। মিঃ রোহিত প্রসাদ, আমাজনের অ্যালেক্সার পিছনে থাকা ভারতীয় মস্তিষ্ক যা আমাদের বাড়ি পরিচালনা করার পদ্ধতিটি রূপান্তরিত করেছে।

মিঃ কপিল শর্মা এমন একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি দেশের স্ট্যান্ড-আপ কমেডি জনপ্রিয় করেছেন।

এর ১০বছরের যাত্রায় আইলিড এই বিকশিত পরিবর্তন গুলির সাথে সাক্ষী থেকেছে এবং নিজেদের বাজারের সাথে সাথে তাল মিলিয়ে ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষা দান করতে সমর্থ হয়েছে। এই সংস্থার প্রধান প্রদীপ চোপড়া জানালেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত করতে হবে।

নারীদের প্রতিমাসের বিশেষ কয়েকদিনের সমস্যা নিয়ে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমার প্রচারের উদ্যেশ্যে এই এই আইলিড ক্যাম্পাস কে বেছে নেওয়া হয়।

এই সিনেমার ট্রেলর উপস্থিত ছাত্র ছাত্রী ও সকলকে দেখানো হয়। উপস্থিত ছিলেন পরিচালক,গায়িকা উজ্জয়িনী, নায়ক সোহম মজুমদার ও নায়িকা ঋতাভরি চক্রবর্তী।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.