বাবলু ভট্টাচার্য: ঢাকা, পবিত্র ঈদুল ফিতর আজ। করোনা মহামারির সময় ভিন্ন এক প্রেক্ষাপটে এলো এবারের ঈদ। তাই আনন্দের বদলে মন খারাপ ঘিরে আছে মানুষের মাঝে। সরকারি নির্দেশনা অনুযায়ী, মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করছেন দেশের মানুষ। তাদের প্রত্যাশা, দুঃসময় কাটিয়ে দেশ ও গোটা বিশ্বে শিগগিরই ফিরবে সুদিন। আসুন আমরা প্রার্থনা করি ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক, পরিচ্ছন্ন কর্মী, বিদ্যুৎ বিভাগে কর্মরত সকলদের জন্য। তারা ফ্রন্টলাইনে থেকে লড়াই করছেন আমারকে ভালো রাখতে।তাদের প্রতি উৎসর্গ করি এবারের ঈদ। প্রার্থনা তাদের জন্য অবিরাম।
মানবিক এক উৎসবের দৃষ্টান্ত হোক এবারের ঈদ উল ফিতর।
Be First to Comment