রূপক সাহা : কলকাতা, ১২ এপ্রিল, ২০২৪। আজ নীল ষষ্ঠী সকল হিন্দু মায়েদের কাছে এক বিশেষ দিন। সন্তানের মঙ্গল কামনার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ধর্মপ্রাণা মায়েরা। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল।
মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তাঁর সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। মায়েরা সারাদিন ধরে উপবাস রেখে ভোলা মহেশ্বর এর চরণে ফুল বেলপাতা ফল দুধ ঘি মধু দিয়ে পূজা অর্চনা করেন। মায়েদের বিশ্বাস এই বিশেষ দিনে পূজো দিলে মহেশ্বর তুষ্ট হন। মায়েদের একটাই আকাঙ্খা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে… এই আশা নিয়ে আজও বাংলায় নীল পুজো করা হয়..। নীল মানে তাই মহাদেব। যিনি দেবাদিদেব। আদি অনন্ত…।
যিনি সত্যম শিবম সুন্দরম।
Be First to Comment