সজল ঘোষ: কলকাতা, ২৪ মার্চ ২০২০ দেশ অবরুদ্ধ, শহর স্তব্ধ, চারদিকে করোনার পদধ্বনি, আমরা দায়িত্বশীল নাগরিক, সচেতনভাবে আমরা ঘরের ভেতরেই বসে আছি কিন্তু আমরা ভুলে যাইনি করোনা ছাড়াও আরো কয়েক হাজার মানুষ সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
যাদের নিয়মিত কিনা ব্লাড এর দরকার হয়, থ্যালাসেমিয়া বাচ্চারা খাবার না পেলে হয়তো বাঁচবে, রক্ত না পেলে নিশ্চিতভাবে বাঁচবে না।
তাদের কথা ভেবে সরকারি সমস্ত বিধিনিষেধকে মেনে এবং আমরা যেটা বলেছিলাম যে দাতার নিরাপত্তা আমাদের কাছে সবার আগে, সেই দিক গুলো দৃষ্টি রেখে আজকে একটু আগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শেষ হলো।
দুটি আলাদা আলাদা ক্যাম্প একসাথে হয়েছিল লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ারের কপাটি ক্লাবে, আইন মেনে সেখানে ৬০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন।
রক্ত গ্রহণ করেছেন নীলরতন সরকার হাসপাতাল এর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। আমরা সকল দাতা, কলকাতা পুলিশ, নীলরতন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।
মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষে সভাপতি সজল ঘোষ
Be First to Comment