কুমুদ সাহিত্য মেলায় চমক ক্রমশ বাড়ছে
গোপাল দেবনাথ – প্রতিবছর ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ীতে কবির জন্মদিন পালন করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে কবি সাহিত্যিক সাংবাদিক সহ সাংস্কৃতিক জগতের বিশিস্টজনেরা আসেন। প্রথম পয্যায়ে ‘কুশল কুমুদ’ সাহিত্য পত্রিকা এই জন্মদিন পালনে পরিচালনায় থাকলে ও ২০১০ সাল থেকে ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’ আয়োজক হিসাবে উঠে আসে। একশ্রেনীর প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক নেতাদের গভীর ষড়যন্ত্র চললেও দমাতে পারেনি।। বাংলার শতাধিক সাংবাদিক এই জন্মদিন পালনে প্রতক্ষ্য কিংবা পরোক্ষভাবে যুক্ত থাকে। গত বছর মিডিয়া কভারেজে ১০৫+ মিডিয়ায় অনুষ্ঠানের সংবাদ প্রকাশিত হয়েছিল। কথা প্রসঙ্গে মোল্লা জসিমউদ্দিন জানালেন, আমরা সমাজের বিভিন্ন জগতের মানুষজনদের মঞ্চে সম্মানিত করে থাকি। আমরা কোন ডেলিগেট ফি নিইনা। এবারে আমাদের কুমুদ সাহিত্য মেলায় চমকের পর চমক থাকছে। বিভিন্ন বিখ্যাত সংস্থা এবার আমাদের সহযোগী হিসাবে থাকছে। বাঙালী মননে প্রখ্যাত ব্যক্তিত্বরাও থাকবেন সেদিন অর্থ্যাৎ ৩ রা মার্চ।সংস্থার পক্ষ থেকে সকল কে সপরিবারে আসার জন্য আগাম আমন্ত্রণ রইল।
Be First to Comment