মোল্লা জসিমউদ্দিন : কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার অনাস্থা বিষয়ক মামলাটি ওঠে। দফায় দফায় বাদী-বিবাদী পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি আজকের অনাস্থা ভোট টি বাতিল করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ -‘গত ২০ ডিসেম্বর তৃনমূলের তিনজন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যে ভোটাভুটি হয়েছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সেটি অবৈধ। গত ১৯ ডিসেম্বর পুর চেয়ারম্যান যে অনাস্থাপ্রস্তাব পাশ করেছেন, সেটি বৈধ বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সংবাদমাধ্যম কে এক সাক্ষাতকারে উত্তর ২৪ পরগণার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন – ” পুর আইন মেনে বৃহস্পতিবারের ভাটপাড়া পুরসভার অনাস্থা টি হয়েছে। তাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হবে”। সম্ভবত শুক্রবার কিংবা সোমবার বলে জানিয়েছেন তিনি। অপরদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সংবাদমাধ্যম কে বলেন – “ভাটপাড়ার বেশিরভাগ কাউন্সিলার কে গান পয়েন্টে রেখে অনাস্থা চালিয়েছে তৃণমূল। ওরা পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে বেআইনী পদক্ষেপ নিয়েছিল। তা মহামান্য আদালত খারিজ করেছে”। তিনি সম্প্রতি ভাটপাড়ার এক কো অপারেটিভ ব্যাংকে চেয়ারম্যান পদে রাজ্য সরকারের অপসারণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়েরও উল্লেখ করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে ভাটপাড়া পুরসভার দখল নেয় তৃনমূল। এই অনাস্থা ভোটে বিজেপি গড়হাজির ছিল। একদিকে যেমন ভাটপাড়ায় অনাস্থা ভোট চলছিল, ঠিক তখনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই অনাস্থা ভোট নিয়ে দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব চলে। বেলা শেষে হাইকোর্ট জানিয়ে দেয় – ‘তৃনমূলের তিন কাউন্সিলারের অনাস্থা প্রস্তাব টি অবৈধ। তাই আজকের চেয়ারম্যান অপসারণের ভোটাভুটি বেআইনী। সেইসাথে খারিজ হল অনাস্থাটি’। পুরআইন মেনে চলতে হবে বলেও আদেশনামায় উল্লেখ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল একদা পুর চেয়ারম্যান অর্জুন সিং কে ২২-১১ ব্যবধানে পরাজিত করে তৃনমূল। অর্জুন সিং এর তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাতে এই রাজনৈতিক পরিণতি বলে ওয়াকিবহাল মহল মনে করে। লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় সাফল্য পেয়ে সাংসদ অর্জুন সিং তাঁর ভাইপো সৌরভ সিংহ কে পুর চেয়ারম্যান পদে বসান। এরপরে তৃনমূলের ৩ কাউন্সিলার বিজেপির পুর চেয়ারম্যানের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনেন। ইতিমধ্যেই পুর চেয়ারম্যান বৈঠকের মাধ্যমে জানিয়েছেন – আগামী ২০ জানুয়ারি অনাস্থা প্রস্তাব আনা হবে। তড়িঘড়ি তৃনমূল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ১৯-০ ব্যবধানে দখল নেয় ভাটপাড়া পুরসভা। একই দিনে বিজেপির কাউন্সিলাররা এই অনাস্থা ভোটের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন। তাতে কলকাতা হাইকোর্ট এই অনাস্থা মামলায় জানিয়ে দেয় ভাটপাড়ার আজকের অনাস্থা ভোট বেআইনী। তবে হাল ছাড়েনি এই রাজ্যের শাসকদল। খাদ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন – এই মামলার রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হবে।
ভাটপাড়া পুরসভার অনাস্থার রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল?
More from GeneralMore posts in General »
- ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আসানসোলের পিঙ্কি ও রাহুলের উদ্যোগ….।
- ঔষধ প্রস্তুতকারী সংস্থা দাভা ইন্ডিয়ার নতুন পদক্ষেপ “স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স”…।
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
Be First to Comment