গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ মে, ২০২৪। শ্রদ্ধেয় ও পরমপূজ্য ভবা পাগলার আদরের সারথি আচার্য ডঃ গোপাল ক্ষেত্রীর ৮০ তম শুভ জন্মদিন পালিত হলো পাইকপাড়া মোহিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউল, বাচিক শিল্পী শ্রী জগন্নাথ বসু ও শ্রীমতি উর্মিমালা বসু, নিত্যানন্দ প্রভুর বংশধর রাজরাজেশ্বরী মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ ভবার গান বাণী ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ডঃ গোপাল ক্ষেত্রীর জন্মদিন। ডঃ ক্ষেত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন এটা একটা নিছক জন্মদিন পালন নয় এটা হলো মিলনের উৎসব। ভবার ভাবকে বিনিময় করা ও আগামীদিনে বিভিন্ন জায়গায় ভবার সৎসঙ্গ পরিচালনা করার লক্ষ্যই নিয়েই এই মিলন উৎসব। সবশেষে কেক কেটে জন্মদিন পালন করা হয় এবং উপস্থিত সকলকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রী শশী ক্ষেত্রী।
ছবি সুবল সাহা
Be First to Comment