গোপাল দেবনাথ : কলকাতা, ৫ এপ্রিল, ২০২৪। শ্রী জগন্নাথ প্রভু বিশ্ব চেতনার প্রতীক। প্রভুর দর্শনে মন প্রাণ শুদ্ধ হয়ে যায়। প্রভু জগন্নাথদেবের কৃপায় সর্ব কাজে সিদ্ধিলাভ সম্ভভ হয়। সমগ্ৰ বাঙালি জাতি কালীমায়ের সাথে সাথে বিশ্ব প্রভুর বড় ভক্ত। শ্রী জগন্নাথদেব পৃথিবীর আরাধ্য দেবতা। শ্রী জগন্নাথ বিশ্ব চেতনার প্রতীক। পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে শ্রী জগন্নাথ পূজা কমিটি আয়োজিত দ্বিতীয় বার্ষিক জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়িকা রত্না চ্যাটার্জি। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শ্রী জগন্নাথের সংস্কৃতি সর্বজনীন। স্থানীয় বিধায়িকা রত্না দেবী বলেন, পুরী বাঙালির দ্বিতীয় প্রিয় শহর। প্রভু জগন্নাথের দর্শনে বারংবার মানুষ পুরী ছুটে যায়। শ্রী জগন্নাথ কমিটির সদস্যদের সহযোগিতায় এক বছরের মধ্যে পর্ণশ্রীতে জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির সভাপতি দিলীপ পারিডার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ধর্মেন্দ্র পারিডা। পুজোর পর বৈঠকের কাজে সহযোগিতা করেন রত্না চট্টোপাধ্যায়। পূজা কমিটি পক্ষ থেকে রত্নাদেবীকে জগন্নাথদেব, বলভদ্র ও মা সুভদ্রার ছবি উপহার হিসেবে তুলে দেওয়া দেয়। শুক্রবার কালযাত্রার মধ্য দিয়ে কলশ স্থাপনের পর শুরু হয় পূজার কাজ। ওড়িশার পুরী জেলা থেকে আগত পণ্ডিত সত্যবান মুদ্রার নেতৃত্বে তিনজন পুরোহিত পূজার কার্য্য সম্পন্ন করছেন। দিবারাত্র প্রসাদ গ্রহণ করছেন প্রভু জগন্নাথের ভক্তগণ।প্রভু জগন্নাথদেব কে নিয়ে এলাকার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বেহালা পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন…।
More from CultureMore posts in Culture »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
More from InternationalMore posts in International »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল কে সন্মান জানালো ইস্টবেঙ্গল ক্লাব….।
- মায়ের স্মৃতিতে শরৎশশীর বইমেলা সংখ্যা প্রকাশিত হলো…।…
- বিদেশীদের সঙ্গে মিলিত হয়ে ঠকানোর কাজ করছে স্যামসুং কোম্পানি – মৃদুল বিশ্বাস….।
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
Be First to Comment