গোপাল দেবনাথ : কলকাতা, ৯ মে, ২০২৪। এই বাংলার সাথে সারা বিশ্বের বাঙালি একত্রিত হয় একটি বিশেষ দিনে। সেই দিনটি হলো বিশ্বকবি রাবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বুধবার ছিল ২৫শে বৈশাখ। এই বিশেষ দিনটি শিশু থেকে বয়স্ক মানুষ, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমন কি সরকারি বেসরকারি সহ রাজনীতির মানুষজন ও নিজেদের মতো করে স্মরণ করেছেন এই দিনটিকে। বেলেঘাটা সুভাষ সরোবরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস মহা ধুমধামের সাথে পালন করা হলো।বানীবীণা কয়্যারের উদ্যোগে সকাল ৬ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বানীবীণা সংস্হার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অবকাশ শিল্পী গোষ্ঠী, কড়ি ও কোমল এবং রজনীগন্ধা’র শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে প্রদীপ কুমার ভট্টাচার্য্য একটি কবিতা পাঠ করে শোনান। বহু গুনীজনের উপস্থিতি তে আবৃত্তি, নৃত্য, সঙ্গীতে মুখরিত হয়েছিল বেলেঘাটা সুভাষ সরোবরের অনুষ্ঠানস্থল। সমগ্ৰ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুনীতি ঘোষ এবং মধুমিতা ভৌমিক। শিল্পীদের সাথে সাথে দর্শক শ্রোতারা খুশি বলে জানা গেল।
বেলেঘাটা সুভাষ সরোবরে বিশ্বকবির জন্মদিন উদযাপন….।

More from CultureMore posts in Culture »
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।
- চৈত্র মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথি জৈন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দিন…।
- ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
More from InternationalMore posts in International »
- মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া সফলভাবে ৮০% স্পাইনাল কর্ডে চেপে বসা বিরল টিউমার অপসারণ করল, ২৮ বছর বয়সী মহিলার জীবনে ফিরল নতুন আশার আলো….।
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।
- রূপকথার ইতিহাসে সোনার মোহনবাগান
- সপ্তপদী নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার….।
Be First to Comment