Press "Enter" to skip to content

বেলেঘাটায় শ্রীগুরু সংঘের ৩৩তম বাৎসরিক উৎসব উদযাপন

Spread the love

গোপাল দেবনাথ- বেলেঘাটা শুড়া যুবকবৃন্দ ময়দানে শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘের তিনদিন ব্যাপী ৩৩তম বাৎসরিক উৎসব পালন করল। এই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজনে বেলেঘাটা- রাসমনিবাগান- চুনাপট্টি- মঠপুকুর- সুকান্তনগর ও নবপল্লী শাখা সংঘ ( ভাতৃ সঙ্ঘ ও মাতৃ সংঘ) ২৭ শে ডিসেম্বর শুরু হওয়া এই অনুষ্ঠানের আজ ই শেষ দিন। অনুষ্ঠান শুরু হয়েছিল সঙ্ঘ পতাকা উত্তোলনের মাধ্যমে। ছিল শ্রী মাদ্ভাগবত পাঠ এবং আশ্রমের সন্ন্যাসী-ব্রাহ্মচারীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মহতী ধর্মসভা। পরবর্তী দিনে ছিল বেলেঘাটা বি. সি. রায় পোলিও ক্লিনিক এন্ড হসপিটাল ফর ক্রিপইল্ড চিল্ড্রেন হাসপাতালে ফল ও বিস্কুট বিতরণ, এর পরবর্তী পর্যায়ে ছিল “মাতৃসঙ্ঘ”। মুলমন্ডপে সারারাত্রি ব্যাপী শ্রী শ্রী তারকনাথব্রহ্মনাম সংকীর্তন। পুরো অনুষ্ঠান জুড়েই ভক্তদের বিপুল সমাগম স্থানীয় মানুষদের যোগদান এবং অনুষ্ঠানে মঞ্চে ঠাকুরের গান ভক্তি রসে পরিপূর্ণ হয়ে ওঠে। আজ শেষ দিনের অনুষ্ঠানে ছিল শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতি, কুঞ্জভঙ্গ এবং নগর সংকীর্তন। এর পরবর্তী পর্যায়ে ছিল শ্রীশ্রীগুরুপূজা, সমবেত প্রার্থনা ও শ্রী শ্রী গুরুগীতা পাঠ। ভক্ত সমাগমে শ্রী শ্রী ঠাকুরের ভোগরাগ ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় ছিল গীতি-আলেখ্য। এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানে পৌষ মাসের কনকনে ঠান্ডার মধ্যে ভক্তসমাগমের তুলনা হয়না। কেবলমাত্র গুরুই পারেন সকল ভক্তকে একমন্ত্রে বেঁধে রাখতে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.