Press "Enter" to skip to content

বেলেঘাটায় শ্রীগুরু সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী জলসত্ৰ….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১২ মে, ২০২৪। কলকাতাবাসী এই বৈশাখে হাড়ে হাড়ে টের পেয়েছে গরম কতটা কষ্টদায়ক হতে পারে।এই গরমের কথা ভেবে শ্রী গুরু সংঘ তিনদিন ব্যাপী জলসত্ৰ’র আয়োজন করে। পরিচালনার দায়িত্বে ছিল বেলেঘাটা রাসমনি বাগান-চুনাপট্টি-মঠপুকুর-নবপল্লী-সুকান্ত নগর সংঘ। এই সংস্থা প্রতিষ্ঠাতা করেন শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব।

গত ৯ মে অক্ষয় তৃতীয়ার পুন্যদিনে বেলেঘাটা সি আই টি মোড় এ বেলেঘাটা পোস্ট অফিসের ঠিক উল্টোদিকে শ্রীগুরু সংঘের সদস্যরা জলসত্ৰ শুরু করেন। উদ্দেশ্যে একটাই সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণ করা। সেই মহতী উদ্দেশ্য নিয়ে পথ চলতি মানুষ সহ সাইকেল, বাস, গাড়ি, দুচাকা, তিনচাকার বহন এমন কি রিক্সা ও ঠেলা চলকদের হাতে ৫০০ মিলি লিটার ঠান্ডা জলের বোতল তুলে দিলেন প্রায় ৭০জন স্বেচ্ছাসেবক।

১১ মে রবিবার মাতৃ দিবসের দিন পর্যন্ত চলল এই সেবা কাজ। এই মহতী উদ্যোগে সামিল হয়ে ছিলেন মাতৃ সঙ্ঘ ভ্রাতৃ সংঘ সহ ছোট শিশুরাও। তিনদিন ধরে ১৫০০০ পিস বোতলবন্দি জল সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরে তৃপ্ত বলে জানালেন সংস্থার পক্ষে শ্যামলী সরকার ও শ্যামসুন্দর সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.