সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়াঃ ২৮ এপ্রিল২০২০ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীকে অনুসরণ করে অক্ষয় তৃতীয়ার প্রারম্ভে বেলঘরিয়ার দেশপ্রিয় নগর এলাকার বেশ কিছু দিনমজুরদের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এক মাস ধরে টানা লকডাউন চলার জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন।
বর্তমানে তাদের কাজ নেই জীবনধারণের জন্য নূন্যতম অর্থ এই সব শ্রমিকদের হাতে নেই। এই পরিস্হিতির কথা ভেবে বেলঘরিয়া বিবেকানন্দ সেবা সদন তাদের নিজেদের উদ্যোগে এলাকার প্রায় ১৭৫ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দিল চাল ডাল আলু পেঁয়াজ এবং সোয়াবিন। নাম মাত্র খরচে এখানে সুব্যবস্থা আছে স্বাস্থ্য পরীক্ষার আবার বিনামুল্যে চক্ষু পরীক্ষার ক্ষেত্রেও এই সংস্থা পরিষেবা দেয়।
সেখানে এই সঙ্কটময় পরিস্থিতিতে আর্থিক সঙ্কটের শিকার যেই মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য বলে জানিয়েছে এই সংস্থার সদস্যরা। নিজেদের সাধ্যমত আগামীদিনেও এলাকার এই দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকার চেষ্টা করবে। এমনটাই অঙ্গীকার করছে এই সংস্থা।
Be First to Comment