গোপাল দেবনাথ : আসানসোল, ৯ মে ২০২৪। প্রতিটি মানুষের জীবনে প্রতি বছরই জন্মদিন আসে আবার চলেও যায়। কোনো ব্যক্তি হয়তো কেক কেটে বা পায়েস খেয়ে আনন্দ উদযাপন করেন। অনেকে বন্ধু পরিবার নিয়েও আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন। এই জগতে এমনও মানুষ আছেন যিনি নিজের জন্মদিন একা বা পরিবার নিয়ে আনন্দ করা পছন্দ করেন না।
তিনি হলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী। গত বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বুম্বা বাবুর ও জন্মদিন ছিল। তিনি তার জন্মদিন টি স্মরণীয় করে রাখতে আসানসোল স্টেশন রোডে শতাধিক ফুটপাতে বসবাসকারী মানুষের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দিলেন। সাথে ছিল ঠান্ডা পানীয়ের ব্যবস্থা। রাস্তায় পড়ে থাকা সহায় সম্বলহীন ফুটপাতে বসবাসকারী মানুষদের এই প্রখর গরমের হাত থেকে রক্ষা করতে ছাতা তুলে দেওয়া হলো বলে জানালেন বার্থডে বয় বুম্বা মুখার্জী।
তিনি আরও বলেন একটু ছায়া দেওয়ার উদ্দেশ্যে এদিন শতাধিক ছাতা বিতরণ করা হলো। অনুষ্ঠান শেষে বলেন আমি খুবই তৃপ্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।
Be First to Comment