Press "Enter" to skip to content

বিশ্ব সঙ্গীতের উজ্জ্বল জ্যোতিষ্ক শ্রেয়া ঘোষালের আজ শুভ জন্মদিন….

Spread the love

বাবলু ভট্টাচার্য: ঢাকা, ভারত তথা বিশ্বসঙ্গীত জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্কের নাম শ্রেয়া ঘোষাল। তিনি বলিউডের ৩২৪টিরও অধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। এবং এখনও গেয়ে চলেছেন। তিনি হিন্দি ভাষা ছাড়াও বাংলা, নেপালি, তামিল, তেলেগু, ভোজপুরি, ওডিয়া, গুজরাতি, মালায়াম, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া ভাষায় গান গেয়েছেন।

লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের পর শ্রেয়াই একমাত্র সঙ্গীতশিল্পী যিনি এতগুলো ভাষায় গান গাইতে পেরেছেন। ৬টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ফিমেল প্লে-ব্যাক সিঙ্গার, ৯টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ, ৪ কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, ২ তামিলনাড়ু স্টেট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বিজয়ীর নাম শ্রেয়া ঘোষাল। এছাড়াও বেস্ট ফিমেল প্লে-ব্যক সিঙ্গার হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেন শ্রেয়া ঘোষাল। মাত্র ১৬ বছর বয়সে হিন্দি রিয়েলিটি শো সারেগামাপা-র বিজেতা পরিচিতি পান শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালি তাঁকে তাঁর ‘দেবদাস’ ছবিতে গান গাওয়ান।

বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন শ্রেয়া। তবে পরে তাঁর মনে হয় তিনি গান নিয়েই কেরিয়ার গড়বেন তাই বিজ্ঞান বিভাগের পড়াশোনা ছেড়ে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেন। ২০১৩ সালের ২৬ এপ্রিল লন্ডনের হাউজ অব কমন্স-এর বিশেষ কয়েকজন সদস্য শ্রেয়াকে ‘হাইয়েস্ট অনার ইন লন্ডন’ প্রদান করেন। আমেরিকায় ওহিয়োর গভর্নর টেড স্ট্রিকল্যান্ড জুনের ২৬তম দিনটিকে ‘শ্রেয়া ঘোষাল ডে’ বলে ঘোষণা করেন। স্টার ভয়েস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান আইডল জুনিয়র সহ একাধিক রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেন শ্রেয়া ঘোষাল।

ছেলেবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ১০ বছর প্রেম করার পর তাঁকে ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন।২০১৭ সালে শ্রেয়া ঘোষালই এদেশের প্রথম গায়িকা মাদাম তুসো জাদুঘরে যাঁর মোমের মূর্তি রাখা হয়।

শ্রেয়া ঘোষাল ১৯৮৪ সালের আজকের দিনে (১২ মার্চ) বহরমপুরে জন্মগ্রহণ করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.