—–চলে গেলেন নাট্যব্যক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়—-
বাবলু ভট্টাচার্য: ঢাকা, প্রয়াত বিশিষ্ট নাট্যবক্তিত্ব উষা গঙ্গোপাধ্যায়৷ দক্ষিণ কলকাতার তাঁর নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন উষা গঙ্গোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৭৫ ৷ জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে তাঁর ভাই মারা যান৷ তারপর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি৷ চিকিৎসকের কথায় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর৷
১৯৪৫ সালে জন্ম হয় উষা গঙ্গোপাধ্যায়ের৷ ছোটবেলা কাটে উত্তরপ্রদেশে৷ তারপর কলকাতায় আসা৷ ছোটবেলা থেকেই নাচ-গান ও নাটকের প্রতি আলাদা টান ছিল তাঁর৷ ভারতনাট্যমে পারদর্শী ছিলেন উষা গাঙ্গুলী৷ হিন্দি সাহিত্য নিয়ে তাঁর অগাধ পড়াশুনো ছিল৷ মাস্টার ডিগ্রিও সম্পন্ন করেন হিন্দি সাহিত্যে৷ পরে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে শিক্ষকতা করেন৷
শিক্ষকতা করতে করতেই ১৯৭৬ সালে রঙ্গকর্মী হিসেবে একটি থিয়েটার দল তৈরি করেন উষা গঙ্গোপাধ্যায়৷ কলকাতায় হিন্দি নাটকের ক্ষেত্রে নতুন এক ধারা তৈরি করেছিলেন উষা গঙ্গোপাধ্যায়৷ রঙ্গকর্মী গ্রুপ থিয়েটারে তাঁর পরিচালনায় ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’ এবং ‘অন্তর্যাত্রা’র মতো নাটকগুলো প্রশংসা কুড়িয়েছিল৷
ঋতুপর্ণ ঘোষ নির্মিত ‘রেনকোট’ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও সহকারী পরিচালক হিসেবে উষা গাঙ্গুলী।
২০০৮ সালে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নাট্য জগতে৷
Be First to Comment