গোপাল দেবনাথ : ২০ এপ্রিল, ২০২৪। ইংরেজি ভাষায় যে কয়েকজন কবি কবিতা লেখেন তিনি তাদের মধ্যে অন্যতম ডঃ স্বপন কুমার নাথ। দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি সংসদ আয়োজিত স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ আয়োজিত হয়েছিল নিউটাউন এর নোভোটেল হোটেলে। সম্মানীয় অতিথিবৃন্দের হাত থেকে পেলেন স্মারক। এই মুহূর্তে বাংলার অন্যতম ইংরেজি ভাষায় লেখায় লব্ধ প্রতিষ্ঠিত কবি ডঃ স্বপন কুমার নাথ। ইনি পেশায় একজন ইংরেজি ভাষার শিক্ষক। গত ছত্রিশ বছর ধরে ছাত্রদের ইংরেজি ভাষায় সাহিত্য কবিতা পড়িয়ে যাচ্ছেন। বিশেষ করে বি এ অনার্স ইংরেজি WBCS এর ইংরেজি পড়াতে নিজেকে নিয়োজিত রেখেছেন। ছোট বেলা থেকেই ইংরেজি কবিতা লেখা কবির নেশা ছিল। কবি ছোট বেলা থেকেই নিজেকে বন্ধুদের থেকে আড়াল করে নিজেকে রাখতেন। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কবি বলেন, ওনার জীবনে দুজন প্রিয় বন্ধু আছেন। যদিও একজন তার মধ্যে বান্ধবী। বন্ধু মনোজিত ও প্রীতি তার লেখার ব্যাপারে প্রতিনিয়ত উৎসাহ দেন। কবি কলেজে পড়াকালীন প্রচুর কবিতা লিখেছেন। কবি গত বছর দুবাই এর রাষ্ট্রপতির কাছ থেকে আমন্ত্রিত হয়েছিলেন শারজার আন্তর্জাতিক বই মেলায় উপস্থিত থাকার জন্য। কিন্তু সময়ের অভাবে কবি ডঃ নাথ বই মেলায় যেতে পারেন নি। ওনার চতুর্থ ইংরেজি কাব্যগ্রন্থ ‘দি বুক অফ পেন প্রোটেস্ট’ পাঠকের মন জয় করেছে। বইটি উদ্ভোধন করেন বিখ্যাত সাহিত্যিক কেতকী প্রসাদ রায়। কলকাতার বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর অনুরোধে বেশ কয়েক বার নিউজ বর্তমান চ্যানেল ও 24 আওয়ারস টিভি তে শিক্ষা বিষয়ক ব্যাপারে আলোচনায় অংশ গ্রহন করেছেন। স্বপন বাবুর দাদা রতন কুমার নাথ কবিকে তার লেখার বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন। কবি স্বপন কুমার ইতিমধ্যে পঞ্চাশের ও বেশি দেশ বিদেশ থেকে সম্মান ও মেডেল পেয়েছেন। উল্লেখ্য কবি দিল্লির এক বিশ্ব বিদ্যালয় থেকে গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছেন। আগামী দিনে কবির একটি গল্পের বই বের হবে বলে জানা গেল।
বিশিষ্ট কবি ডঃ স্বপন কুমার নাথ এর জাতীয় স্তরের পুরস্কার প্রাপ্তি….।

More from BooksMore posts in Books »
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের লেখা ‘ধর্ম,দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশিত হল…।
- একুশে ফেব্রুয়ারী….।
More from PoemMore posts in Poem »
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- ” শিব রাত্রি ও কাশীর বিশ্বনাথ “!..
- একুশে ফেব্রুয়ারী….।
- পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’ প্রকাশিত হলো….।
- The Golden tree of Indrajal….
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনাসভা মধুসূদনকে নিয়ে…..।
Be First to Comment