নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ জানুয়ারি ২০২৪। “সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ” কাজী নজরুল ইসলামের এই গানের বাণী প্রতিফলন আবারও দেখা গেল গত ৬ই জানুয়ারী আগরপাড়ার বিবেকানন্দ হলের উপস্হিত সকলের মধ্যে। নানান সৃজনশীল নৃত্যের উপস্থাপনের মাঝেই নৃত্যপরিচালক মঞ্জুশা ঠাকুর তার ৩০ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা,ক্যালকাটা কয়ারের ডঃ শম্ভু ভট্টাচার্যের কাছে নৃত্যশিক্ষার বেশ কিছু ভাবনা যেন তুলে ধরার চেস্টা করেছেন এদিনের বিশেষ প্রযোজনা ‘বেহুলার’মাধ্যমে।যদিও এর পরিচালনার সহযোগিতায় তার সুযোগ্যা কন্যা কোহিনূর সেন বরাটের সুযোগ্যা ছাত্রী সুতর্ষা ঠাকুরের ভূমিকা যথেষ্ট প্রশংসার দাবী রাখে। এক কথায় এদিনের অনুষ্ঠান টি গুরু কোহিনূর সেন বরাট ও শ্যামল মহারাজের উপস্হিতি তে গুরু সুজয় ঠাকুরের সমগ্র পরিচালনা টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে সুজয় ঠাকুর ও সুব্রত ঠাকুরের ব্যবস্থাপনায়।
বিবেকানন্দ হলে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ….।

More from CultureMore posts in Culture »
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।
- চৈত্র মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথি জৈন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দিন…।
- ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
Be First to Comment