কলকাতা-বিশেষ প্রতিনিধি – আজ বুধবার হিন্দু জাগরণ মঞ্চের পদযাত্রাকে কেন্দ্র করে উতপ্ত হয়ে ওঠে শিয়ালদহ চত্বর। এই পদযাত্রায় যোগদানকারী সকল সদস্যদের গ্রেফতার করে বিশাল পুলিশ বাহিনী। অনুমতি ছাড়াই মিছিল করা হচ্ছে এই অভিযোগে বাধা দেয় পুলিশ। বাধা পাওয়ার পরই সংগঠনের সদস্যদের সঙ্গে বিবাদ বাধে পুলিশের। এরপর পদযাত্রায় যোগদানকারী হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের পুলিশ ভ্যানে তোলা হয়।
গার্ডেনরিচ থানার অন্তর্গত মেটিয়াবুরুজ এলাকায় প্রকাশ্যে বীর বাহাদুর সিংয়ে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ এক পদযাত্রার আয়োজন করে। সেই পদযাত্রা শিয়ালদহ থেকে রানী রাসমণি রোড মোড় পর্যন্ত করার আহ্বান জানানো হয়। কিন্তু তার আগেই শিয়ালদহ স্টেশনে বিনা অনুমতিতে মিছিল করা নিয়ে বিবাদ বাধে পুলিশ ও সংগঠনের সদস্যদের মধ্যে। শিয়ালদহ স্টেশনে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। সংগঠনের বেশিরভাগ সদস্যদের শিয়ালদহ চত্বর থেকেই গ্রেফতার করে পুলিশ বাহিনী। এরপর নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনে ফের শুরু হয় মিছিল। সেই মিছিলও মৌলালির কাছে আটকে দেয় পুলিশ। আরেক প্রস্থ ধস্তাধস্তি বাঁধে এস এন ব্যানার্জি রোডের মোড়ে। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেছে হিন্দু জাগরণ মঞ্চ।
Be First to Comment