Press "Enter" to skip to content

বিধান শিশু উদ্যানে শুরু হল মহাকাশ প্রদর্শনী

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ কলকাতায় বসে মহাকাশ সম্পর্কিত জ্ঞানার্জন করতে চাইলে অবশ্যই আপনাকে যেতে হবে কলকাতায় বিধান শিশু উদ্যানে। ইসরোর সহযোগিতায় আজ থেকে তিনদিন ব্যাপী শুরু হয়েছে মহাকাশ প্রদর্শনী। এই প্রদর্শনীর সঙ্গে থাকছে ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক ও মডেল তৈরির প্রতিযোগিতা। আজ এই মহাকাশ প্রদর্শনীটি প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইসরোর অন্যতম ব্যক্তিত্ব বৈজ্ঞানিক ডঃ তপন মিশ্র, ডঃ পার্থ কর্মকার, প্রফেসর চন্দন কুমার পাল, প্রফেসর শৈবাল রায় এবং বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। মহাকাশ গবেষণার জনক বিক্রম আম্বালা সারাভাইয়ের জন্মশত চলছে অতএব এই প্রদর্শনীর গুরুত্বই আলাদা। রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে যোগদান এই অনুষ্ঠানের গুরুত্ব যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই অনুষ্ঠানে ছয়জন কৃতী বিজ্ঞানী সহ উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ তপন মিশ্র ও ডঃ পার্থ কর্মকার। এরপর মহাকাশ সম্পর্কিত প্রদর্শনীটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ তপন মিশ্র। অন্যান্য বিজ্ঞানী ও অতিথিবৃন্দ পুরো প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং প্রদর্শনীর ভারপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সাথে বিজ্ঞানের মডেল ও তার কার্যকারীতা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের তৈরি মডেলের প্রশংসা করেন। এইবারের ক্যুইজ প্রতিযোগিতার বিষয় ছিল জ্যোতির্বিজ্ঞান, ভারতসহ অগ্রণী দেশসমূহের মহাকাশ বিজ্ঞানচর্চার ইতিহাস, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই প্রদর্শনীটি চলবে আগামী ২৪ জানুয়ারি পর্য্যন্ত।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.