ভাস্কর ভট্টাচার্য : প্রবীণ কথা, ৬ আগস্ট, ২০২০। লিখতে মন, আঙুল কিছুই সরছে না। কদিন ধরে।কিছু কিছু মানুষের প্রয়াণ বড় বেদনার। যত দূরেরই হোন না কেন। মাঝে মাঝে মনে হচ্ছে প্রবীণকথাটা কি দাহ ঘর হয়ে গেল!
সত্যিই শ্রমজীবী মানুষদের হয়ে বলার মানুষটি চলে গেলেন। এমন বিরল রাজনীতিক বাংলার মাটি থেকে হারিয়ে যাচ্ছেন। তাঁকে নিয়ে বিশিষ্ট সাংবাদিক বাংলার বার্তা সংবাদ চ্যানেলের কর্তা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি অন্য একটি পোস্ট থেকে নিয়ে দেওয়া হল। লেখকের কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
বিদায় শ্যামল চক্রবর্তী। এই সেদিনও ওঁর কন্যা উষসীর, বাবাকে নিয়ে লেখাটা পড়ছিলাম । সেদিন ওর প্রত্যয় দেখে একটা বিশ্বাস ভর করেছিল আমারও মনে, শ্যামল বাবু ফিরে আসবেন সুস্থ হয়ে । আবারও শোনা যাবে শ্রমজীবী মানুষের কথা । গনশক্তির চতুর্থ পাতায় পড়া যাবে ওঁর বিশ্লেষণধর্মী লেখা । করোনার এক ধাক্কায় আজ নিমেষে সব অতীত হয়ে গেল ।
প্রমোদ দাশগুপ্তের হাতে গড়া পঞ্চ পান্ডবের বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু রয়ে গেলেন । অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা চলে গেলেন অন্য গ্রহের বাসিন্দা হতে । কালের নিয়মে এক একটা যুগ এভাবেই শেষ হয়ে যায় । এবারও হল ।
মাতৃহীন উষসী পিতৃবিয়োগে শুধু একা হল না, একা হয়ে গেল শ্রমজীবী মানুষ গুলো । তাদের হয়ে কথা বলার জন্য আরও একজন মানুষ কমল এই সংকটকালে ।
শ্রদ্ধা ।
#সন্ময় বন্দ্যোপাধ্যায়।
Be First to Comment