সৃঞ্চিনী পোদ্দার, বেলঘরিয়া: ২৩ মার্চ ২০২৩। এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন বিজেপি কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে কামারহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জন সংযোগ সারলেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সেই সমস্ত বিষয়ে খবর নেন তারা। বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির তত্ত্বাবধানে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন বিজেপি কর্মীরা। এই দিনের এই বুথ স্বশক্তিকরণ অভিযান কর্মসূচির মাধ্যমে কেন্দ্র সরকারের নানা প্রকল্প থেকে মানুষরা বঞ্চিত হচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়েও জিজ্ঞাসা করেন ওয়ার্ডের বাসিন্দাদের।
কলকাতা উত্তর শহরতলী জেলার ইনচার্জ পৃথ্বীরাজ মুখার্জির তত্ত্বাবধানে এই বুথ স্বশক্তিকরণ অভিযান কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এই দিনের এই কর্মসূচিতে সামিল হন কলকাতা উত্তর শহরতলী জেলার সম্পাদক মৃণাল মুখার্জি। কামারহাটি মন্ডল দুইয়ের সভাপতি সুদীপ্ত রায়, বিজেপি নেত্রী রিতা মুখার্জি কলকাতা উত্তর শহরতলী জেলার মহিলা মোর্চার সভানেত্রী চায়না দত্ত, বুথ সভানেত্রী শৈলী হালদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
Be First to Comment