পারিজাত মোল্লা: মঙ্গলকোট, ১১ জুন, ২০২০।একসময় এনআরসির বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে ধারাবাহিক সভা – সমিতি চালিয়েছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার থেকে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্যসরকারের খতিয়ান তুলে ধরা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিধায়কদের সাংবাদিক সম্মেলন চলছে। তাতে মঙ্গলবার ৯ জুন মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি বিজেপির করোনা নিয়ে ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে সরব হন। পাশাপাশি আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার কিভাবে দাঁড়াচ্ছে তা বিস্তারিত বর্ণনা দেন বিধায়ক। মন্ত্রী জানান – ” গত ২ জুন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আমাকে নির্দেশ দেন মঙ্গলকোটে সাংবাদিক সম্মেলন করে বিজেপির অপপ্রচারের যোগ্য জবাব দিতে। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এই বিষয়ক লিখিত তথ্য আসে “।করোনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। যদি কেন্দ্রীয় সরকার আগেই আন্তজার্তিক বিমান পরিষেবা বন্ধ রাখতেন। তাহলে এই পরিণতি হত না গোটা দেশজুড়ে বলে অভিযোগ তোলেন মন্ত্রী। পাশাপাশি সাম্প্রতিক আমফান ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতিতে কেন্দ্রীয় সরকারের সেভাবে সহযোগিতা মিলছেনা বলে দাবি রাজ্যের মন্ত্রীর। মঙ্গলকোটের উন্নয়নে বিধায়ক তহবিলের আড়াই কোটি আর্থিক অনুদানে গড়া প্রকল্প গুলি তুলে ধরেন স্থানীয় বিধায়ক।
বিজেপির কুৎসার জবাব দিতে মঙ্গলকোটে সিদ্দিকুল্লাহ……….
More from GeneralMore posts in General »
- দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।
- 1st CT Scan unit of 96 Slice installed at century old SVS Marwari Hospital….
- হাওড়া – শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা…।
- বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এস এন মিউজিক আয়োজিত অনুষ্ঠান “আজ হৃদয়ে ভালোবেসে”….।
- বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা…..।
- Marwari Yuva Manch Siliguri honours veteran Salesian priest and educationist….
Be First to Comment