গোপাল দেবনাথ: ১৩ই জানুয়ারি ২০২০ বাঘাযতীন অভিযান সংঘের নিজস্ব ময়দানে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বাঘাযতীন অভিযান সংঘ। গত ১১-১২ জানুয়ারি অনুষ্ঠিত এই নকআউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ১০৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অন্যান্য বন্দোপাধ্যায়। স্বর্গীয় মালা ঘোষ ও স্বর্গীয় বৃহস্পতি দাস স্মৃতি চ্যালেঞ্জ কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হিসেবে জয়ী হয় বোড়াল কিশোর সংঘ। ট্রফি ছাড়াও নগদ ৬০ হাজার টাকা পুরস্কার পায়। রানার্স দল রিয়া এন্টারপ্রাইজ। ট্রফি ছাড়াও নগদ ৫০হাজার টাকা পুরস্কার মূল্য পেয়েছে। এই পরিমাণ নগদ পুরস্কার মূল্য খুব কম সংস্থাই দিয়ে থাকে। বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন ফুটবল কমিটির চেয়ারম্যান বাদল কুমার ঘোষ, বিশিস্ট চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিনেতা কুনালজিৎ মিত্র। দর্শকদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া।
বাঘাযতীন অভিযান সংঘের আয়োজনে দুই দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা
More from GeneralMore posts in General »
- মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।
- IIHMR Delhi Hosts Industry-Academia Confab on December, 2024, Launches Two New AICTE-Approved Online PG Certificate Programs…..
- শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।
- অল ইন্ডিয়া ইউকো ব্যাংক দিব্যাংজন এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করল…।
- Health Experts Call for Urgent Action Against Microplastics and Plastic Waste Impacting Public Health….
- তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব-২০২৪….।
Be First to Comment