মোল্লা জসিমউদ্দিন: কলকাতা, ১৮ই জানুয়ারি ২০২০ কলকাতার কাঁকুড়গাছি সংলগ্ন বাগমারী – মানিকতলা গভঃ স্পন্সর্ড উচ্চ বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল ৫৮ তম বার্ষিকী। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী, ছাত্রদের পরিবেশিত চারুচলা এবং বিজ্ঞান প্রদর্শনী চলে। সেইসাথে কবিতা পাঠ, নৃত্য পরিবেশন তো ছিলই। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি কৃতিদের বইপত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। ‘এল এন্ড টি’ সংস্থার তরফে পুরস্কার দেওয়া হয় এদিন। উল্লেখ্য, এই সংস্থাটি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি অবধি আগ্রহী পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ শিক্ষা প্রদানে শিক্ষক ও বইপত্র বিনামূল্যে সরবরাহ করে থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীদের বিধান শিশু উদ্যানে ‘প্রয়াস’ বিভাগে কোচিং করানোর ব্যবস্থাও রয়েছে। শুক্রবার বিকেলে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বাসুদেব মাইতি, স্কুল পরিচালন সমিতির পদাধিকারী শ্রী দেবাশীষ সরকার, প্রধান শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ আচার্য প্রমুখ। এই স্কুল টি ১৯৬৩ সালে চালু হয়। বর্তমানে হাজারের কাছাকাছি পড়ুয়া রয়েছে। প্রাতবিভাগে প্রাইমারি ( প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার পঠনপাঠন চলে। দুপুরে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি অবধি পড়ানো হয়। উচ্চমাধ্যমিকে কলা, বিজ্ঞান, কর্মাস তিনটি বিভাগেই পড়ানো হয়।শুক্রবার দিন ক্ষুদে পড়ুয়ায়াদের সচেতনতামূলক প্রদর্শনীতে পথ নিরাপত্তা থেকে জল ধরো জল ভরো প্রকল্পের বার্তা দিতে নানান কর্মকান্ড করতে দেখা যায়। শুধু তাই নয় প্রকল্পের বিস্তারিত তথ্য পেশ করতেও দেখা যায় তাদের কে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ আচার্য বলেন – ” প্রতিবছরই আমরা এইরুপ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজ্ঞান প্রদর্শনী করে থাকি “।
বাগমারী – মানিকতলা উচ্চবিদ্যালয়ের ৫৮ তম বার্ষিকী
More from GeneralMore posts in General »
- আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের সংগে এবার গোবরডাঙ্গা নকসা।
- কলকাতায় আইআইটি – জেইই এবং নিট কোচিংয়ে রাইস বানসাল এর নতুন উদ্যোগ…।
- নিউ দিল্লিতে কর্তব্য পথের নেতাজি মূর্তিতে লেফটেন্যান্ট পিল্লাইয়ের শ্রদ্ধা ও ভারতীয় সেনার সম্মান প্রদর্শন…..।
- এন্টোড কলকাতায় শিশু কিশোরদের শ্রবণ হ্রাস সমস্যার বৃদ্ধি মোকাবিলায় জাতীয় শ্রবণ সপ্তাহের আয়োজন করলো…।
- Healthy Kidneys, Healthier Lives: Manipal Hospitals Kolkata’s Expert Take on Prevention….
- প্রেস ক্লাব কলকাতায় বসন্ত উৎসব…।
Be First to Comment