বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
বাবলু ভট্টাচার্য : একটি কনটেইনার ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর এগারোসিন্ধুর এক্সপ্রেসের দুটি বগি উল্টে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছে।
আজ সোমবার বিকাল ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতের সংখ্যা শতাধিক হতে পারে বলেও তারা ধারণা করছেন।
Be First to Comment