অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
আমার অসহায়ত্ব কুরে কুরে খায়।
সময়, সাথী, সঙ্কল্প, কিছুই মুঠোয় ধরা পড়ে না।
গাছ, আলপথ, দীঘি, হাঁস, সব থেকে যাবে, আমি ছাড়া, আমি বাদে।
সব সময় মনে থাকেনা, রাগ হয় নিজের বোধ-অভাবে র জন্য।
সলতের দিকে তাকিয়ে সারাক্ষণ, তেলর তলানি ক্ষীণ স্বরে ডাকে, আগ্রহ হারানো হতাশ আমি।
দুঃস্বপ্ন বাঁচে অন্তরে।
ঘুম না ভাঙ্গার ভান, তবু কোথায় যেন ধ্বস নামে।
গ্লানি উপছে পড়ে।
যদি আর একটি বার…!
তীর বেঁধা সোনার হরিণের চোখ ঝাপসা।
Be First to Comment