বাবলু ভট্টাচার্য: ঢাকা, ভারতীয় চলচ্চিত্রের দিকপাল অভিনেতা দিলীপ কুমার করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বেচ্ছা অন্তরীণ বা আইসোলেশন বেছে নিয়েছেন৷ এক টুইট বার্তায় নিজেই এমন তথ্য জানিয়েছেন৷ মুঘল-ই-আজম সহ ভারতীয় চলচ্চিত্রের অনবদ্য সব প্রেম কাহিনী নির্ভর চলচ্চিত্রের অভিনেতা দিলীপ কুমার করোনার প্রকোপ থেকে বাঁচতে নিজেকে পুরোপুরি আড়াল করেছেন৷ টুইট বার্তায় তিনি লিখেছেন- ‘‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমি সম্পূর্ণ ‘আইসোলেশন’ এবং কোয়রান্টিনে রয়েছি৷’’ এইক্ষেত্রে স্ত্রী সায়রা বানুর ভূমিকাও উল্লেখ করেন তিনি৷ জানান, কোন সংক্রমণ যাতে না হয় সেটি নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছেন সায়রা৷ টুইট বার্তাটিতে দিলীপ কুমারের সুস্বাস্থ্য কামনা করে বিপুল রিটুইট করেছেন ভক্তরা৷
প্রবীণ এই অভিনেতাকে আগলে রাখার জন্য স্ত্রী সায়রা বানুরও প্রশংসা করেছেন কেউ কেউ৷ ৯৭ বছর বয়সি দিলীপ কুমার টুইটটি করেছেন মঙ্গলবার সকালে৷ এর আগে আরেক টুইটে, তিনি সবাইকে নিরাপদ থাকতে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দেন৷ সম্প্রতি তাকে মুম্বাইর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি নিজের বাড়িতে রয়েছেন৷
Be First to Comment