অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও বিশিষ্ট সংগীতশিল্পী।
ঠান্ডা ছাদে সাদা চাদরে গা এলিয়ে,
ছেঁড়া মেঘ বুনে চলে বয়ে যাওয়া মন।
ঈশ্বর, আঘাত হেনো না যেন।
কাছে টেনে নিয়ো আদরে।
পরান ভরে যেন শেষ নিঃশ্বাস পড়ে।
বন্দি অসহায় আমি।
মাঝে মাঝেই ফুঁসে উঠি দুর্বল আস্ফালনে।
কত অকথ্য বেরিয়ে এসে লজ্জিত করে।
নুয়ে পড়া, কুঁকড়ে দলা পাকানো দেহ থেকে বেরোয় হাহাকার।
‘ সবাই যেন ভালো থাকে ‘,
বুলিটা পানসে লাগে, ।
চেয়ে থাকে ছেঁড়া মেঘ পানে
যাকে দৃষ্টি বলা হয়।
Be First to Comment