Last updated on April 29, 2024
গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ এপ্রিল, ২০২৪। রবিবার কলকাতায় আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রথম বঙ্গ পুরুষ সম্মান। এই ধরণের অনুষ্ঠান প্রথম কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কোন অনুষ্ঠান যেখানে কেবলমাত্র পুরুষ মানুষদের তাদের নিজ গুণ এবং নিজের কাজের জন্য সম্মান জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেছিল রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত করা হয়।
বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম ঘোষ, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিপ্লব চট্টোপাধ্যায়,
বিশ্বখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার, গায়ক সিধু, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, সমাজসেবী বুম্বা মুখার্জী এবং চলচ্চিত্র জগৎ সহ সায়েনটিস্ট সমাজকর্মী এবং সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্টজনেরা। বুম্বা মুখার্জীর হাতে ট্রফি তুলে দেন বিশিষ্ট অভিনেত্রী পায়েল মুখার্জী।
একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তা হল এর আগেও বুম্বা মুখার্জিকে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ এবং ব্রাজিল থেকেও আন্তর্জাতিক সম্মান উনি পেয়েছেন। নতুন করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বুম্বা মুখার্জির মুকুটে পালক যুক্ত হল বঙ্গ পুরুষ সন্মান পুরস্কার প্রাপ্তিতে।
Be First to Comment