গোপাল দেবনাথ – কলকাতা প্রেসক্লাবে “বঙ্গীয় সাংস্কৃতিক গণ পরিষদ মঞ্চ” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তাদের দাবি বাংলা ভাষাকে দিতে হবে মর্যাদা। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে দেশের সর্বত্র। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। তাই বাংলা ভাষাকে দেশের সর্বত্র বাঁচিয়ে রাখতে হবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘এমনটাই আর্জি জানিয়েছে এই বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ মঞ্চ।
বাংলা ভাষাকে দেশের সর্বত্র সঠিক মর্যাদা দেওয়ার পাশাপশি এনআরসি-বিরোধী সব রকম ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় ‘বঙ্গীয় সাংস্কৃতিক গণ পরিষদ মঞ্চ’র উপিস্থিত অতিথি ও আয়োজক রা।
‘বঙ্গীয় সাংস্কৃতিক গণ পরিষদ মঞ্চ’-এর সভাপতি সুদীপ কুমার রায় বলেন , দেশে এনআরসি আতঙ্কের মধ্যে দিয়ে এক ধরণের ভীতি সঞ্চারের সুকৌশলে চেষ্টা করা হচ্ছে। এটা আমরা কিছুতেই হতে দিতে পারিনা। এটা আমাদের বাংলা এই বাংলায় এনআরসি হলে আমরা ছেড়ে দেবোনা। বাংলা ভাষাকে দেশের সর্বত্র আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের একান্ত কর্তব্য। বিভিন্ন সর্ব ভারতীয় পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে বাধ্যতামূলক ভাষা করার জোরালো আবেদন জানাচ্ছি’এই সভা থেকেই। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্যের শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয় জাকির হোসেন, সাধারণ সম্পাদক বদরুল আলম, সংস্থার চেয়ারম্যান গুরুজী সনাতন দাস।
Be First to Comment