বাবলু ভট্টাচার্য: ঢাকা, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানে তিনি লিখেছেন, জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।আজ সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই অনুষ্ঠানে ভাষণ দেবেন।
Be First to Comment