শিখা দেব : কলকাতা, ২৪ এপ্রিল, ২০২৪। বাংলার দুই প্রাক্তন ফুটবলার অনূর্ধ্ব ১৯ ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেলেন। সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন,দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুই প্রধানের প্রাক্তন কোচ রঞ্জন চৌধুরিকে আর গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী। কোচের জন্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে। তাদের ইন্টারভিউ হওয়ার পরে নাম ঘোষণা করা হয়।
রঞ্জন চৌধুরি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোচের অভিজ্ঞতা রয়েছে। কোচিং করিয়েছেন ভবানীপুর ক্লাবে। জাতীয় ফুটবলে বাংলা দলের কোচও ছিলেন। নতুন দায়িত্ব পাবার পরে রঞ্জন চৌধুরি বলেন, আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালবাসি। একটাই লক্ষ্য তরুণ প্রতিভাদের তুলে আনা।
সন্দীপ নন্দী জানান,ভারতীয় দলের সাফল্য আনতে চাই।
তবে কবে থেকে প্রস্তুতি শিবির শুরু হবে তা জানানো হয় নি।
Be First to Comment