গোপাল দেবনাথ: কলকাতা, ২৭শে জানুয়ারি, ২০২০আজ কলকাতা প্রেসক্লাবে এই বাংলার প্রখ্যাত মিডফিল্ডার ফুটবলার মেহতাব হোসেনের আত্মজীবনী প্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন কক্ষ ভক্ত ফুটবলার ও অতিথি সমাগমে পূর্ন ছিল। মেহতাব তার ফুটবল জীবনের বহুকথা উপস্থিত জনের সামনে ব্যক্ত করলেন।
ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তার নিবিড় সম্পর্কের কথা জানালেন। ফুটবলার মেহতাব হোসেনের আত্মজীবনীর নাম- “মিডফিল্ড জেনারেল” এই মিডফিল্ড জেনারেল আত্মজীবনীতে মেহেতাবের জীবনের বহু অজানা কথা তার ভক্তরা জানতে পারবেন।
এই মিডফিল্ড জেনারেল বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সুব্রত দত্ত, দেবাশীষ কুমার, দেবব্রত সরকার, জয়দীপ মুখার্জী, অভি দত্ত রায়, ষষ্ঠী দুলে, আলভিট, ডেনসন দেবদাস, অর্ণব মন্ডল, অভ্র মন্ডল ও দীপঙ্কর রায় সহ বিশিস্টজন। এই বইটির সাফল্য নিয়ে সকলেই আশাবাদী।
Be First to Comment