সায়ন দেবনাথ : কলকাতা, ১১ ডিসেম্বর, ২০২৩।গত ১০ ডিসেম্বর রবিবার তাজ হোটেলে হয়ে গেলো ফিক্সওভার্সর মেগা কনভেনশন। এই অনুষ্ঠানে ফিক্সওভারসর এর পক্ষ থেকে জানানো হয় এই সিস্টেম জীবনের বহু ক্ষেত্রে আমরা তৈরী করতে পারি। আমরা একটা নতুন পৃথিবী গড়ে তুলতে চাইছি যেখানে মানুষ নতুন দিশা পাবে। এখন নতুন প্রযুক্তির সাহায্যে সমস্ত পৃথিবী এক সাথে জুড়ে গেছে। সেই দিক থেকে আমরা আরো পসিটিভ কাজে এগোতে পারবো। নতুন প্রজন্মের কাছে এটা খুবই উপকারী হবে। এটা এমন এক মুক্ত প্রযুক্তি যা সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। ব্যবসা, খেলাধুলা, ই -কমার্স,পড়াশুনা সর্বত্র এর প্রয়োগ সম্ভব। বিশেষ করে খেলার মার্কেটে এর প্রয়োগে দারুন সাফল্য আসবে।
সংস্থার সিইও পার্থ ওয়াইকার জানান আমরা যে নতুন টেকনোলজি নিয়ে এসেছি তার একটা ট্রেলার আজ আমরা দেখলাম। আমরা দেখলাম আগামী পৃথিবীর জন্য আমরা কি আনতে চলেছি। বিভিন্ন ভারতীয় কম্পানি এতে উৎসাহ দেখিয়েছে। আমরা আজ ছোট্ট একটা ডেমো দিয়েছি। আমরা একটা খুব বড়ো সিটি তৈরী করতে যাচ্ছি। এটা তার শুরু হলো। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গনেশ গডসে ও সংস্থার ন্যাশনাল প্রোমোটার কাইজার বিশ্বাস, নিশান্ত দাগা, শশী রঞ্জন ও সত্যব্রত দাস।
Be First to Comment